Breaking News

ইন্টার-নাপোলি হাইভোল্টেজ ম্যাচ

 সমতায় শেষ ইন্টার-নাপোলি হাইভোল্টেজ ম্যাচ

ইতালিয়ান লিগে চলতি মৌসুমে তিনটি দল শিরোপার দৌড়ে রয়েছে। ইন্টার, নাপোলির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে আতালান্টাও। তবে শিরোপার দৌড়ে এগিয়ে আছে ইন্টার ও নাপোলি। শনিবার (১ মার্চ) লিগে টেবিলের শীর্ষে থাকা দুই দল মুখোমুখি হয়েছিল একে অপরের। যেখানে জয়ী হয়নি কোনো দল। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে নাপোলি ও ইন্টার মিলানকে।

নাপোলি ও ইন্টার মিলান ম্যাচের একটি মুহূর্ত।  ছবি: সংগৃহীত
নাপোলি ও ইন্টার মিলান ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত
৮৭তম মিনিটে লোবোতকার কাছ থেকে বল পেয়ে খুব কাছ থেকে জোরাল শট নেন ফিলিপ বিলিং। ঝাঁপিয়ে সেটা ফিরিয়ে দেন ইন্টারের গোলরক্ষক। শট নিয়ে একটু ডানে সরে যান বিলিং, বলও যায় সেদিকেই। সুযোগ পেয়ে কোনোমতে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি। সেই গোলের পর উল্লাসে মাতে নাপোলি।


২৭ ম্যাচে ১৭ জয় ও সাত ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল ইন্টার মিলান। কোমোর বিপক্ষে আগের রাউন্ডে হেরে যাওয়া নাপোলি ৫৭ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। 

No comments