অপরাধ প্রতিরোধের উপায়:
অপরাধ
কেন অপরাধ করে মানুষ ?
মানুষ বিভিন্ন কারণে অপরাধ করে থাকে যেমন
১, শিক্ষার অভাব : শিক্ষা হচ্ছে এমন একটি নৈতিক বাচক যার ভেতরে শিক্ষা থাকে সে অপরাধ করে না কিন্তু কথাটা ভুল অনেক সময় শিক্ষিত মানুষের এই অফারটি করে কারণ মানুষের যৌবক চাহিদা বেশি এজন্য মানুষের অপরটি করেছে
২v বা রাগ : ব্যক্তিগণ বৃহৎ বা মানসিক অবস্থা থেকেই প্রতিশোধ নিতে অপরাধ করতে পারে। যেমন কোনো কিছু নিয়ে রিসার এসে তার মধ্যে জমি ইত্যাদি।
৩. মানসিক চাপ : বন্ধুবান্ধব পরিবেশ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে যেমন আপনি সঠিক পথে চলছেনা আপনার এক বন্ধু অন্ধকার জগতে তলিয়ে গেছে নিজের টাকা দিয়ে খাওয়াবে এবং পরিশেষে এমন পর্যায়ে নিয়ে যাবে আপনি নিজের টাকা দিয়ে খেতে পারবেন না তখন চুরি-চামারি বিভিন্ন ধরনের অপরাধে জড়িত হবে।
৪. তার মধ্যে হচ্ছে অর্থনৈতিক চাহিদা : আত্মিক সংকট অনেক সময় মানুষকে চুরি ডাকাতি বা প্রত্যায়ের মত অপরাধে করতে বাধ্য করে কেননা অর্থ এমন একটা জিনিস অর্থ ছাড়া পৃথিবী পুরো অন্ধকার অর্থ হলে পৃথিবীতে শুদ্ধ কষ্ট সব পাওয়া যায় অর্থহীন অর্থ ছাড়া পৃথিবীতে আর কোন কিছু নেই বাবা-মা বন্ধুবান্ধব সবার কাছে ভালোবাসা যায় অর্থ থাকলে আজকাল সবকিছুই করা যায় ।
অপরাধ প্রতিরোধের উপায়:
১. আইনের প্রয়োগ:
কঠোর শাস্তি সঠিক বিচার ব্যবস্থা মাধ্যমে অপরাধের দমন
২. শিক্ষা ও সচেতন বৃদ্ধি:
সবার মধ্যে নৈতিক শিক্ষা এবং আইনের গুরুত্ব বুঝানো।
৩. মানসিক সহায়তা:
মানসিক স্বাস্থ্যের জন্য এবং কাউন্সিলিং অপরাধ প্রবণতা কমাতে সহায়তা হতে পারে।
Post Comment
No comments