ভারতকে হারিয়ে সিরিজে এগিয়ে অস্ট্রেলিয়া ১৮৪ রানে
খেলা ডেস্ক
১২১ রানে ৪ উইকেট হারানো ভারত এরপর মাত্র ৩৪ রানে হারিয়েছে বাকি ৬ উইকেট। সফরকারীদের ১৫৫ রানে অলআউট করে ১৮৪ রানের দারুণ জয় তুলে নেয় কামিন্সের দল। মেলবোর্নে এই জয়ে বোর্ডার–গাভাস্কার সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট সিডনিতে ৩ জানুয়ারি শুরু হবে।
https://brunetteeffaceduring.com/f3jy7zixk?key=2e4e20e64355243eb8f5a27972fd212d
পন্ত আউট হওয়ার তিন ওভার পরই মাত্র সাত বলের মধ্যে আরও ২টি উইকেট হারায় ভারত। চা বিরতির পর মাত্র ৯.২ ওভারের মধ্যে ১৮ রানে সব মিলিয়ে আরও ৩ উইকেট হারিয়ে ভারত তখন মহাবিপদে। তবু আশা টিকে ছিল জয়সোয়ালে। এক পাশে ধ্যানমগ্ন ঋষির মতো ব্যাট করছিলেন এই ওপেনার।
২০৮ বলে ৮৪ রান করা সেই ‘ঋষি’কে ফিরতে হয়েছে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলার সাহসী এক সিদ্ধান্তে। প্রযুক্তিকে তোয়াক্কা না করে শরফুদ্দৌলার সেই আউট ঘোষণা তখনই আলোচনার জন্ম দেয়। ওদিকে অস্ট্রেলিয়া মাঠে জয়ের সুবাস পেয়ে ফিল্ডারদের দিয়ে ব্যাটসম্যানদের ঘিরে ফেলে চেপে ধরে।
১৭ বল খেলা আকাশ দীপ বোল্যান্ডের
বিস্তারিত আসছে ...।
https://brunetteeffaceduring.com/f3jy7zixk?key=2e4e20e64355243eb8f5a27972fd212d
পন্ত আউট হওয়ার তিন ওভার পরই মাত্র সাত বলের মধ্যে আরও ২টি উইকেট হারায় ভারত। চা বিরতির পর মাত্র ৯.২ ওভারের মধ্যে ১৮ রানে সব মিলিয়ে আরও ৩ উইকেট হারিয়ে ভারত তখন মহাবিপদে। তবু আশা টিকে ছিল জয়সোয়ালে। এক পাশে ধ্যানমগ্ন ঋষির মতো ব্যাট করছিলেন এই ওপেনার।
২০৮ বলে ৮৪ রান করা সেই ‘ঋষি’কে ফিরতে হয়েছে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বাংলাদেশের শরফুদ্দৌলার সাহসী এক সিদ্ধান্তে। প্রযুক্তিকে তোয়াক্কা না করে শরফুদ্দৌলার সেই আউট ঘোষণা তখনই আলোচনার জন্ম দেয়। ওদিকে অস্ট্রেলিয়া মাঠে জয়ের সুবাস পেয়ে ফিল্ডারদের দিয়ে ব্যাটসম্যানদের ঘিরে ফেলে চেপে ধরে।
১৭ বল খেলা আকাশ দীপ বোল্যান্ডের
বিস্তারিত আসছে ...।
বিস্তারিত আসছে ...।
No comments