ভুল ভুলাইয়া 2
ভুল ভুলাইয়া ৩’র ‘সিংহাসন এগেইন’, লড়াইয়ে এগিয়ে কে
‘ভুল ভুলাইয়া ৩’ ছবির পর কার্তিক আরিয়ানের চারটি ছবি মুক্তি পেতে চলেছে। ২০২৫-এ কার্তিক আর সন্দীপ মোদির নামহীন এক ছবি মুক্তি পাবে। কার্তিক আর তৃপ্তি ডিমরির এক সিনেমা আগামী বছর মুক্তি পাওয়ার কথা। এই ছবিটির নামও এখনো ঠিক হয়নি। এই বলিউড তারকা অভিনীত ‘পতি পত্নী অউর উও ২’ ছবিটিও আগামী বছর মুক্তি পাবে বলে জানা গেছে। আর ২০২৬ সালে আসবে করণ জোহর আর কার্তিকের ছবি ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’।
ধর্মা প্রোডাকশন প্রযোজিত এই ছবির বাজেট ১৫০ কোটি। এই রোমান্টিক কমেডি ছবিটির পরিচালনা করছেন পরিচালক সমীর বিদ্বনস।
কার্তিক তাঁর এক্স হ্যান্ডলে এক ভিডিও পোস্ট করে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেছিলেন। ভিডিও-টি পোস্ট করে এই বলিউড তারকা লিখেছিলেন, ‘মাম্মি-কে দেওয়া প্রতিজ্ঞা, মায়ের ছেলে তা পুরো করেই ছাড়ে। “রুমি” তোমার “রে” আসছে। আমি আমার প্রিয় ঘরানা রম-কম (রোমান্টিক কমেডি) “তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি হ্যায়”-তে আবার ফিরতে পেরে দারুণ উত্তেজিত। এই ছবিটি ২০২৬ সালের সবচেয়ে বড় প্রেমের ছবি হতে চলেছে।’
No comments