মহামায়া লেকে বেড়াতে যাওয়া তরুণীকে ‘দলবেঁধে ধর্ষণ’
“সেখানে আগে থেকে থাকা তিন যুবক তাদের উত্ত্যক্ত করে এবং এক পর্যায়ে তরুণীর বন্ধুকে বেঁধে রেখে তাকে তিন জন মিলে ধর্ষণ করে।”
“সেখানে আগে থেকে থাকা তিন যুবক তাদের উত্ত্যক্ত করে এবং এক পর্যায়ে তরুণীর বন্ধুকে বেঁধে রেখে তাকে তিন জন মিলে ধর্ষণ করে।”
চট্টগ্রাম ব্যুরো
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রামের মিরসরাইয়ে মহামায়া লেকে বেড়াতে গিয়ে এক তরুণী ‘দলবদ্ধ’ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবারের ওই ঘটনায় মো. রিয়াজ (২৫) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে।
মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) দ্বীপ্তেষ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বন্ধুর সঙ্গ ফেনী থেকে মহামায়া লেকে বেড়াতে এসেছিলেন ওই
তরুণী। লেকের পাড়ে উঁচু জায়গায় পার্কে তারা বসতে যান।“সেখানে আগে থেকে অবস্থান করা তিন যুবক তাদের উত্ত্যক্ত করে এবং এক পর্যায়ে তরুণীর বন্ধুকে বেঁধে রেখে তাকে তিনজন মিলে ধর্ষণ করে।”
পরিদর্শক দ্বীপ্তেষ বলেন, “ওই তরুণী ও তার বন্ধু বিষয়টি টিকিট কাউন্টারে এসে জানানোর পর সেখান থেকে আমাদের জানানো হয়। আমরা গিয়ে তাদের উদ্ধার করি এবং অভিযুক্ত তিন যুবক যে মোটর সাইকেলে সেখানে গিয়েছিল, সেটা জব্দ করি।”
পরে রাতে অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
No comments